News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৩১, ৩ মার্চ ২০১৫
আপডেট: ২০:৫১, ১৭ জানুয়ারি ২০২০

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর

বিদেশ ডেস্ক : বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে আগের অবস্থানই ধরে রেখেছে সিঙ্গাপুর। ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)-এর এক জরিপের তথ্যানুযায়ী, এক বছর আগে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল শহরের যে তালিকা প্রকাশ করা হয়েছিল তার শীর্ষ পাঁচে এ বছর কোনো পরিবর্তন ঘটেনি।

শীর্ষ পাঁচটি দেশ হচ্ছে, সিঙ্গাপুর, প্যারিস, অসলো, জুরিখ ও সিডনি। বিশ্বের ১৩৩টি শহরের ওপর এ জরিপ পরিচালনা করে ইআইইউ। খাদ্য, পোশাক-পরিচ্ছদ ও ইউটিলিটি বিলসহ গ্যাস, পানি, বিদ্যুৎ ইত্যাদি মোট ১৬০টি সেবার মানকে পর্যালোচনা করে এ তালিকা প্রস্তুত করা হয়।

জরিপে জানানো হয়েছে, নিত্যপণ্যের দিক থেকে নিউইয়র্কের চেয়ে ১১ শতাংশ বেশি ব্যয়বহুল সিঙ্গাপুর। পোশাকের দামের দিক থেকে সিউলের সঙ্গে একই অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। নিউইয়র্কের চেয়ে এ শহর দুটিতে পোশাকের দাম ৫০ শতাংশ বেশি।

জরিপে উঠে এসেছে, সিঙ্গাপুরে গাড়ির দাম অতিরিক্ত বেশি। নিউইয়র্কের তুলনায় যানবাহনে যাতায়াত ব্যবস্থাতেও ৩ গুণ বেশি খরচ হয় সিঙ্গাপুরবাসীর।  সূত্র : বিবিসি অনলাইন

নিউজবাংলাদেশ.কম/এসটি/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়