News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৬, ৩ মার্চ ২০১৫
আপডেট: ২০:৫২, ১৭ জানুয়ারি ২০২০

বিতর্কে হিলারি ক্লিনটন

বিতর্কে হিলারি ক্লিনটন

আন্তর্জাতিক ডেস্ক : রীতিভঙ্গের অভিযোগ উঠেছে সাবেক ফার্স্টলেডি হিলারি ক্লিনটনের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি সরকারি কাজে নিজের ব্যক্তিগত ইমেইল আইডি ব্যবহার করেছেন।

হোয়াইট হাউস সূত্র গণমাধ্যমকে জানায়, প্রাক্তন মার্কিন বিদেশসচিব কোনোদিনই হোয়াইট হাউসের সরকারি ইমেল আইডি ব্যবহার করেননি। রাষ্ট্রীয় যাবতীয় গোপন তথ্য আদানপ্রদানে তিনি ব্যক্তিগত মেইল আইডি ব্যবহার করতেন। জানা গেছে, তার চার বছরের দায়িত্বকালে তিনি নিজের মেইল আইডি ছাড়া বিদেশ দফতরের কোনো আইডিই ব্যবহার করেননি।

আর এতথ্য জানাজানি হয়েছে সম্প্রতি। হোয়াইট হাউসের বিদেশ দফতর যাবতীয় নথি খতিয়ে দেখতে গেলে এ তথ্য পাওয়া যায়। এর পরপরই সে সময়কার বিদেশ দফতরের একাধিক পদস্থ কর্তাকে ডেকে এ ঘটনার কারণ জানতে চাওয়া হয়।

কিন্তু প্রথমে কেউই এবিষয়ে বিশেষ কিছু বলতে চাননি৷ তথ্য গোপনের দায়ে চাকরি যেতে পারে, এ আশঙ্কার কথা তাদের জানালে তারা সব বলে দেয়। হিলারি ক্লিনটন তার পদাধিকার খাটিয়ে একাজ করেছিলেন।

হোয়াইট হাউস মনে করছে, দেশের প্রতিরক্ষা সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ তথ্য হিলারির ব্যক্তিগত মেইল আইডির মধ্যে থেকে যেতে পারে। আর এ আশঙ্কা থেকেই বিদেশ দফতরের নির্দেশে এখন হিলারির ৫৫ হাজার পাতার মেইল খতিয়ে দেখা হচ্ছে।

এব্যাপারটি হিলারিও স্বীকার কয়েছেন। পাশাপাশি আশ্বাস দিয়েছেন, এজন্য আমেরিকার নিরাপত্তা বাধাগ্রস্থ হওয়ার মতো কোনো ঘটনা ঘটবে না।

নিউজবাংলাদেশ.কম/প্রতিনিধি/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়