বোকো হারামের সদর দপ্তর গুঁড়িয়ে দেয়ার দাবি
জঙ্গি গোষ্ঠী বোকো হারামের সদর দফতর গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে নাইজেরিয়ার সেনাবাহিনী। দেশটির গওজা শহর পুনর্দখলের পর শুক্রবার দেশটির সেনাবাহিনী এ দাবি করেছে। বিবিসি।
গত বছর আগস্টে গওজা শহরের দখল নেয় বোকো হারাম। গওজা পুনর্দখলের অভিযানে বোকো হারামের বেশ কয়েকজন যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি সেনাবাহিনীর। তবে রয়টার্স বলছে, এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে নাইজেরীয় সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, নাইজেরিয়ায় বিগত পাঁচ বছরে বোকো হারাম ও সেনাবাহিনীর সংঘর্ষে ১৩ হাজারেরও বেশি মানুষ মারা গেছে।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম