News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৪, ২৭ মার্চ ২০১৫
আপডেট: ১৯:৩৭, ১৮ জানুয়ারি ২০২০

আগামী গ্রীষ্মের মধ্যে ইবোলার বিস্তার বন্ধ হবে: জাতিসংঘ

আগামী গ্রীষ্মের মধ্যে ইবোলার বিস্তার বন্ধ হবে: জাতিসংঘ

সংকট মোকাবিলায় নিজেদের ভুল স্বীকার করে আগামী গ্রীষ্মের মধ্যেই পশ্চিম আফ্রিকায় প্রাণঘাতী ইবোলা ভাইরাসের বিস্তার বন্ধ করা সম্ভব হবে বলে জানিয়েছে জাতিসংঘ।

সুনির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ না করে জাতিসংঘের ইবোলা মিশনের প্রধান ইসমাইল ওলাদ শেখ আহমেদ ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব বন্ধে এ আশার কথা জানিয়েছেন। বিবিসি।

শুরুতে ইবোলা ভাইরাস বিষয়ে জানাশোনার ঘাটতি ছিল জানিয়ে মিশন প্রধান ইসমাইল ওলাদ বলেন, পাশাপাশি সংকট মোকাবিলায় কর্মকর্তাদের মধ্যে কিছুটা ‘দাম্ভিকতা’র ভাবও ছিল। তবে সেখান থেকে শিক্ষা নেওয়া হয়েছে।

প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের ইতির বিষয়ে তিনি বলেন, ‘আমরা সুনির্দিষ্ট কোনো তারিখ দিচ্ছি না। তবে আমি নিশ্চিত, আগামী গ্রীষ্মকালের মধ্যেই তা বন্ধ হয়ে যাবে।’

প্রসঙ্গত, এবারের ইবোলার প্রথম শিকার গিনির প্রত্যন্ত এলাকার এক শিশুর মৃত্যু হয় ২০১৩ সালের ডিসেম্বরে। এর তিন মাস পর গত বছরের ২৩ মার্চ ইবোলা সংক্রমণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আরও পাঁচ মাস পর জাতিসংঘের গণস্বাস্থ্যবিষয়ক জরুরি আন্তর্জাতিক উদ্বেগ হিসেবে ঘোষণার আগেই এই ভাইরাসের সংক্রমণে এক হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটে।

সতর্ক করলেও সময়মতো ডব্লিউএইচও এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর সরকারগুলো সাড়া না দেওয়াতেই ইবোলা ভাইরাসে প্রাণহানির ঘটনা বেশি বলে অভিযোগ করে ফ্রান্সভিত্তিক চিকিৎসকদের দাতব্য সংগঠন ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)।  গত সোমবার এমএসএফের জরুরি পরিস্থিতির সমন্বয়ক হেনরি গ্রে এ অভিযোগ করেন।

তবে এমএসএফ এর অভিযোগ অস্বীকার করেছে ডব্লিউএইচও। রাজনৈতিক কারণে ইবোলা বিষয়ে জরুরি অবস্থা জারিতে বিলম্ব হয়েছে বলে সংস্থাটির দাবি।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়