নিউ ইয়র্কে ভবনে বিস্ফোরণ থেকে আগুন, আহত ১৯
নিউ ইয়র্কে ভবনে এক বিস্ফোরণ থেকে আগুন লাগার ঘটনায় অন্তত ১৯ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
পরিস্থিতি খুবই শোচনীয় ছিল উল্লেখ করে মেয়র বিল দে ব্লাসিও জানিয়েছেন, এ ঘটনায় কেউ নিখোঁজ হয়নি। বিবিসি।
নিউ ইয়র্ক শহরের ইস্ট ভিলেজের ১২১ সেকেন্ড অ্যাভিনিউয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিস্ফোরণে প্রথমে একটি ভবনে আগুন লাগে। পরে তা আরো চারটি ভবনে ছড়িয়ে পড়ে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে বিল্ডিংটিতে গ্যাস কাটার দিয়ে কোনও কাজ করার সময়ই বিস্ফোরণটি ঘটেছে।
নিউ ইয়র্ক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ওই বিল্ডিংয়ের পাশের বিল্ডিংটিও আংশিকভাবে ধসে যায়।
ঘটনার পর দমকলের প্রায় ২৫০টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে বিল্ডিং ২টিতে আগুন নেভানোর চেষ্টা করছে। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নিউ ইয়র্ক ইউনিভার্সিটি ও ওয়াশিংটন স্কয়ার পার্ক এলাকার কাছে যে ভবনটিতে বিস্ফোরণ ঘটে সেখানে সুশি নামে একটি রেস্টুরেন্ট ছিল। বেন ম্যাককিনন বলেন, তিনি একটি ক্যাফেতে কফি পান করছিলেন। এমন সময় তিনি রাস্তার ওপার থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পান।
তিনি আরো বলেন, “বিস্ফোরণটি যথেষ্ঠ বড় ধরনের ছিল। ওই ঘটনায় ক্যাফের দরজা উড়ে যায়।” এসময় বেশ কয়েকজন মানুষকে রক্তাক্ত অবস্থায় রেস্টুরেন্ট থেকে দ্রুত বেরিয়ে আসতে দেখতে পান তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম