ডেট্রয়েটে ফ্রিজ থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার, মা গ্রেফতার
যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে ফ্রিজ থেকে দুই শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় তাদের মাকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া ছেলে শিশুটির বয়স ১১ বছর ও মেয়ে শিশুটির বয়স ১৪ বছর।
আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, আদালতের নির্দেশে একটি অ্যাপার্টমেন্টে উচ্ছেদ-অভিযান চালাতে গিয়ে ফ্রিজের ভেতর থেকে মরদেহ দুইটি উদ্ধার করে পুলিশ।
লাশ দুটি প্লাস্টিকের ব্যাগে মোড়ানো ছিল। মৃত্যুর কারণ জানতে লাশ দুটির ময়নাতদন্ত করা হবে।
এ ঘটনায় গ্রেফতার হওয়া ৩৬ বছর বয়সী নারীর নাম প্রকাশ করেনি পুলিশ।
পুলিশ আরো জানিয়েছে, গ্রেফতার হওয়া নারীর ১১ ও ১৭ বছর বয়সী আরও দুই সন্তানকে প্রতিবেশীর বাসায় তাদের পাওয়া গেছে। তাদের নিরাপত্তা-হেফাজতে নেওয়া হয়েছে।
এদিকে, উদ্ধার হওয়া শিশু দুটিকে প্রায় এক বছর ধরে দেখেননি বলে বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন টোরি চিলড নামে এক প্রতিবেশী।
পুলিশ প্রধান জেমস ক্রেইগ এ ঘটনাকে ভয়াবহ বলে অভিহিত করেছেন।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম