News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১০, ২ মার্চ ২০১৫
আপডেট: ০৫:৩৩, ২৪ জানুয়ারি ২০২০

গৃহকর্মী আকর্ষণীয় হতে পারবে না দাবি সৌদি নারীদের

গৃহকর্মী আকর্ষণীয় হতে পারবে না দাবি সৌদি নারীদের

নিয়োগের ক্ষেত্রে এক সৌদি নারী গৃহকর্মী আকর্ষণীয় হতে পারবেন না বলে শর্তারোপ করেছেন। নারীদের কাছে সুন্দরী গৃহপরিচারিকার চাইতে অনাকার্ষণীয় গৃহকর্মীরাই প্রাধান্য পাবে পাবে বলেও মত দিয়েছেন দেশটির এক নিয়োগ কর্মকর্তা। সৌদি গেজেট।

দেশটির শ্রম মন্ত্রণালয় সূত্র জানায়, বিভিন্ন দেশ থেকে সৌদিতে গৃহকর্মী নিয়োগ দেয়া হয়। তবে চিলি ও মরক্কো থেকে যাওয়া গৃহকর্মীদের বিষয়ে সৌদি নারীরা অধিক অনাগ্রহ দেখিয়েছেন।

গৃহকর্মী, ড্রাইভার, সেবিকা, বাবুর্চি, রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন কাজে বিভিন্ন দেশ থেকে নারী-পুরুষ নিয়ে থাকে সৌদি আরব। তবে, সৌদি নারীরা চিলিয়ান ও মরোক্কো থেকে যাওয়াদের নিয়োগে অনাগ্রহের কথা জানিয়েছেন সৌদি নারীরা।  দক্ষিণ আমেরিকার গৃহ কর্মচারি নিয়োগের চেয়ে দক্ষিণ এশিয়ার বিশেষ করে ভারত শ্রীলংকা ইন্দোনেশিয়া ফিলিপিনোদের   গৃহকর্মচারিদের নিয়োগের দিকে বেশি আগ্রহী। কারণ দক্ষিণ এশিয়ান গৃহকর্মীরা যথেষ্ট ধৈর্যশীল। তাদের দিয়ে ঘরের সব কাজই করানো যায়।

আকর্ষণীয় গৃহকর্মীর প্রতি সৌদি পুরুষদের আগ্রহ তৈরি হতে পারে বলে দেশটির নারীরা আতঙ্কে ভোগেন। এধরণের ঘটনায় সৌদি আরবে ঘরভাঙ্গার উদাহরণও রয়েছে প্রচুর।  বিশেষত, মরোক্কান বা চিলিয়ান আকর্ষণীয় গৃহকর্মী নিয়োগের পর ঘরভাঙ্গার অনেক ঘটনা জানা যায়।

এক রিক্রুটিং ফার্মের পরিচালক আলি আল-আমরি বলেন, অনেক সময় সৌদি নারীদের কর্মী নিয়োগের চাহিদার সাথে জুড়ে দেয়া শর্ত অবাক করে থাকে। বিশেষ করে চিলি ও মরোক্কো থেকে নিয়োগের ক্ষেত্রে গৃহকর্মী দেখতে অ-সুন্দর হতে হবে বলে শর্তারোপ করেন তারা।  এক্ষেত্র তারা সম্ভাব্য গৃহকর্মীর ছবি দেখেও বিষয়টি নিশ্চিত হতে চান।
Newsbangladesh.com/S.J

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়