News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৮, ১ মার্চ ২০১৫
আপডেট: ২০:৫৩, ১৭ জানুয়ারি ২০২০

প্রিয়াঙ্কা কংগ্রেস মহাসচিব হচ্ছেন না

প্রিয়াঙ্কা কংগ্রেস মহাসচিব হচ্ছেন না

নয়া দিল্লি : ভারতীয় কংগ্রেসের মহাসচিব হচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী-- মিডিয়ায় এ ধরনের খবরের সত্যতাকে নাকচ করে দিয়েছেন খোদ প্রিয়াঙ্কা গান্ধী।
রোববার প্রিয়াঙ্কার দফতর থেকে দেওয়া প্রতিক্রিয়ায় জানানো হয়েছে, এ ধরনের খবরের কোনও সত্যতা নেই।
এর আগে ভারতের বিভিন্ন মিডিয়ায় এ বিষয়ে খবর ছড়ায় যে প্রিয়াঙ্কাকে পার্টির মহাসচিব করতে দলের ভেতরে বাইরে তৎপরতা চলছে।
ওই খবরে দাবি করা হয়েছিল, কংগ্রেসের বর্তমান ভাইস চেয়ারম্যান রাহুল গান্ধীই বোন প্রিয়াঙ্কাকে দলের ওই পদে আনার চেষ্টা করে যাচ্ছেন গত মাস তিনেক যাবত। এর পক্ষে বলা হয়, যেহেতু অচিরেই রাহুল গান্ধী কংগ্রেস প্রধান হতে যাচ্ছেন তাই তিনি চাচ্ছেন বোন প্রিয়াঙ্কাও দলের গুরুত্বপূর্ণ পদ সামলাক।
এদিকে, দীর্ঘসময় যাবত রাহুল গান্ধীর জনসমক্ষে অনুপস্থিতি নিয়ে বিরোধী পক্ষ যেভাবে নানা কথা ছড়াচ্ছে তার জবাব দিয়েছেন কংগ্রেসের সিনিয়র নেতা এ কে অ্যান্টনি। ছুটি কাটানো শেষে রাহুল গান্ধী আরও দায়িত্ববান আর জবরদস্ত নেতা হিসেবে ফিরে আসছেন বলে তিনি দাবি করেন।
সাবেক প্রতিরক্ষমন্ত্রী অ্যান্টনি সাংবাদিকদের বলেন, “রাহুল গান্ধী লম্বা সময় ধরে বিনা বিশ্রামে কঠোর পরিশ্রমে রত ছিলেন। এজন্য তিনি ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নেন। অপেক্ষা করুন আর দেখতে থাকুন। তিনি আগের চেয়ে মজবুত আর নিরলস নেতা হিসেবে ফিরে আসেবেন। তিনি সোনিয়া গান্ধীর সঙ্গে মিলে কংগ্রেসের হারানো মর্যাদা ফিরে আসবে।”
প্রসঙ্গত, রাহুল সম্পর্কে অ্যান্টনির মন্তব্যের আলাদা গুরত্ব রয়েছে ভারতীয় রাজনীতিতে। কারণ, কংগ্রেস আমলের এই প্রতিরক্ষামন্ত্রীকে রাহুল নিজের রাজনৈতিক গুরু বলে স্বীকার করেন। সূত্র: নবভারত টাইমস
   

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়