ফিল্ড মার্শাল খেতাব পেলেন শরৎ ফনসেকা
তামিলবিরোধী যুদ্ধে সফল নেতৃত্বদানকারী শ্রীলঙ্কার সাবেক সেনাপ্রধান শরৎ ফনসেকা ফিল্ড মার্শাল খেতাব পেয়েছেন। সন্ত্রাসের বিরুদ্ধে বিজয় অর্জনে বিশেষ অবদানের জন্য দেশটিতে তিনিই প্রথম এ খেতাব পেলেন।
শ্রীলঙ্কার নতুন সরকার গতকাল রোববার ফনসেকাকে সেনাবাহিনীর সর্বোচ্চ খেতাব দেয়। পিটিআই।
রাজধানী কলম্বোয় এক অনুষ্ঠানে ফনসেকাকে এই খেতাব দেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। তিনি বলেন, ৬৪ বছর বয়সী সাবেক সেনাপ্রধানের ব্যাপারে ন্যায়বিচার নিশ্চিত করা তাঁর সরকারের দায়িত্ব ছিল।
তামিলবিরোধী যুদ্ধে ২০০৯ সালে নেতৃত্বদানকারী তৎকালীন সেনাপ্রধান ফনসেকার সঙ্গে পরে তৎকালীন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের সঙ্গে তাঁর মতবিরোধ দেখা দেয়। সেনাবাহিনী ছেড়ে ২০১০ সালে রাজাপক্ষের বিরুদ্ধে নির্বাচন করে হেরে যান ফনসেকা।
এরপর এক অযৌক্তিক মামলায় দোষী সাব্যস্ত করে ফনসেকাকে কারাগারে পাঠায় রাজাপক্ষের সরকার। আন্তর্জাতিক চাপের মুখে ২০১২ সালের মে মাসে ফনসেকাকে মুক্তি দিতে বাধ্য হয় সরকার।
পরে রাজাপক্ষেকে হারিয়ে ক্ষমতায় আসা সিরিসেনার সরকার নির্বাহী ক্ষমতাবলে ফনসেকার বিরুদ্ধে থাকা সব অভিযোগ বাতিল করে।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম