News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:২৫, ২২ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৫৪, ১৭ জানুয়ারি ২০২০

যৌতুক আইন বদলাতে যাচ্ছে ভারত

যৌতুক আইন বদলাতে যাচ্ছে ভারত

প্রতিবছর ভারতে দায়ের হওয়া যৌতুকের জন্য নির্যাতন মামলার শতকরা ১০ভাগই ভুয়া। অর্থাৎ দেশটিতে বছরে এ ধরনের ঘটনায় দায়ের হওয়া প্রায় এক লাখ মামলার মধ্যে ১০ হাজার মামলাই থাকে বানোয়াট। এ কারণে দেশে প্রচলিত যৌতুক আইনটি সবচেয়ে বিতর্কিত আইনগুলোর একটিতে পরিণত হয়েছে। আর তাই, সরকার যৌতুক আইনে পরিবর্তন আনতে যাচ্ছে।

রোববার হিন্দি দৈনিক নবভারত টাইমসের অনলাইন সংস্করণে বলা হয়, ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ধারাকে যুগোপযোগী করা হবে। বর্তমানে এ আইনে জামিন আর সমঝোতা-- দুই ব্যবস্থাই আছে। মামলা দায়ের হতেই অপরাধীপক্ষের প্রভাবের কারণে প্রায়ই দেখা যায় তদন্তে তারা নির্দোষ প্রমাণিত হয়ে যায়। তার আগ পর্যন্ত আসামিদের হাজতে রাখা হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র উল্লেখ করে পত্রিকাটি জানায়, দণ্ডবিধির ৪৯৮এ ধারা পরিবর্তনের খসরা ইতোমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীনভায় পাঠানো হয়েছে। আইনটি খসরা মোতাবেক পরিবর্তন হলে, এরপর থেকে এ ধরনের মামলা যদি ভুয়া প্রমাণিত হয় তবে অর্থ জরিমানার বর্তমান পরিমাণ এক হাজার থেকে বাড়িয়ে ১৫ হাজার রুপি করা হবে।

প্রসঙ্গত, আইনটির পরিবর্তনের পক্ষে-বিপক্ষে এর আগেও বেশ চর্চা হয়েছে ভারতজুড়ে। অবশ্য নারী অধিকারবাদীরা এই আইনের পরিবর্তনের বিরোধীতা করে আসছেন। গত বছরের ডিসেম্বরেও এই আইনের বিষয়ে আগের করা ওয়াদা থেকে পিছু হটে ক্ষমতাসীনরা। আর ভারতীয় সুপ্রিম কোর্ট আগে থেকেই বলে আসছে, যদি কোনও নারী তার স্বামী বা শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন এবং পরে তা আদালতে প্রমাণ করতে ব্যর্থ হন-- সেক্ষেত্রে তার স্বামী তার কাছ থেকে তালাক নেয়ার অধিকার পাবেন।    

নিউজবাংলাদেশ.কম/একে   

      

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়