News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:১৭, ২২ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৫৪, ১৭ জানুয়ারি ২০২০

পাকিস্তানে সেনা-জঙ্গি সংঘর্ষে ৮৭ জন নিহত

পাকিস্তানে সেনা-জঙ্গি সংঘর্ষে ৮৭ জন নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৮০ জন জঙ্গি ও সাতজন সেনা নিহত হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের ওই এলাকায় জঙ্গি দমনে পাকিস্তানি সেনারা খাইবার-১ নামের অভিযান চালাচ্ছে। খবর এএফপির।

সেনা মুখপাত্র অসীম বাজওয়া বলেন, ওই এলাকায় স্থল ও আকাশপথে চালানো হামলায় ৮০ জন জঙ্গি নিহত হয়। এছাড়া, আফগান সীমান্ত সংলগ্ন খাইবার জেলায় সেনা অভিযান চলাকালে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ১০০ জন জঙ্গি আহত হয় বলে তিনি দাবি করেন। একই সঙ্গে সাতজন সেনা নিহত হয়।

বাজওয়া বলেন, সেনারা পার্বত্য এলাকায় জঙ্গিদের আস্তানা ধ্বংস করার পর তারা আফগান সীমান্তের দিকে পালিয়ে যায়। ওই এলাকা থেকে সন্ত্রাসীদের নির্মূল না-করা পর্যন্ত অভিযান চলবে।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়