আজদাহা এয়ারক্রাফট বানাচ্ছে রাশিয়া!
ক্রেমলিন দখলের সময় গণমাধ্যমের বদৌলতে জানা গেছে, মাত্র সাত ঘণ্টার মধ্যে পৃথিবীর যে কোনো স্থানে সেনা মোতায়েন করার ক্ষমতা অর্জন করার পরিকল্পনা হাতে নিয়েছে রাশিয়া।
এছাড়া আরও শোনা যায়, রাশিয়া এমন একটি এয়ারক্রাফট তৈরি করছে, যাতে একইসঙ্গে পৃথিবীর যে কোনো স্থানে গোলাবারুদসহ ৪০০ ট্যাঙ্ক বহন করা যাবে।
তবে মস্কোর মিলিটারি কমিশন সূত্রে জানা গেছে, রাশিয়া নতুন একটি এয়ারক্রাফট নির্মাণে মনোযোগী হয়েছে, সুপারসনিক এই এয়ারক্রাফটের গতি হবে ঘণ্টায় ১২৩৫ কিলোমিটার। এ এয়ারক্রাফট ২০০ টন পর্যন্ত পণ্য বহন করতে পারবে এবং বিরতিহীনভাবে চলতে পারবে সাত হাজার কিলোমিটার।
২০১৪ সালের মধ্যে এ ধরনের ৮০টি এয়ারক্রাফট তৈরি সম্পন্ন করবে রাশিয়া।
তবে এ ধরণের এয়ারক্রাফটের জন্য কোন ধরনের রানওয়ে লাগবে বা আদতেও কোনো রানওয়ে লাগবে কিনা তাও জানা যায়নি। এছাড়া ফুয়েল খরচ কেমন হবে তাও স্পষ্ট নয়। তবে এটা ঠিক যে এখনকার চেয়ে অনেক সহজে যাতে কাজ হয় সে প্রযুক্তিই ব্যবহার করবে রাশিয়া।
সামরিক খাতে রাশিয়ার খরচে কোনো কার্পণ্য নেই। আর সেই ধারাবাহিকতায় আগামী ১০ বছরে বিমানবাহিনীর পেছনে আরও ১৩০ বিলিয়ন মার্কিন ডলার খরচ করতে চায় রাশিয়া।
নতুন প্রযুক্তির এয়ারক্রাফট বা সমরাস্ত্র আসার আগে অনেক গালগল্প ছড়িয়ে পড়ে। বিশেষ করে রাশিয়ার সমরাস্ত্র নিয়ে তৈরি হয় রহস্য কিংবা অতিরঞ্জিত কীর্তন। তাই এ বিষয়ে বিশেষজ্ঞদের বক্তব্য, রাশিয়ার সুপারসনিক এয়ারক্রাফট তৈরি না হওয়া পর্যন্ত আসলে কিছুই বলা যাবে না। তবে বর্তমান প্রযুক্তির যুগে অনেক কিছুই সম্ভব।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম