News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৭, ২১ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৫৫, ১৭ জানুয়ারি ২০২০

ইরানের সঙ্গে চুক্তি সম্পাদন সময়ের ব্যাপার মাত্র: ওবামা

ইরানের সঙ্গে চুক্তি সম্পাদন সময়ের ব্যাপার মাত্র: ওবামা

ইরানের সঙ্গে সম্পর্ক পরিবর্তনে চুক্তি সম্পাদন এখন সময়ের ব্যাপার মাত্র বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।  ফার্সি নববর্ষ উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।

গত বৃহস্পতিবার দেয়া ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমাদের মধ্যে ভবিষ্যতের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে গত কয়েক দশকের মধ্যে সর্বোত্তম সুযোগ তৈরি হয়েছে।’

প্রসঙ্গত, আগামী ৩১ মার্চের মধ্যে ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স তেহরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। চুক্তি নিয়ে মার্কিন কংগ্রেসকে এখনো রাজি করাতে পারেননি ওবামা। এমনকি, ওবামার ক্ষমতা চলে গেলে তেহরানের সঙ্গে যেকোনো পারমাণবিক চুক্তি ভেঙে যাবে বলে ইরানকে সতর্ক করেছেন ৪৭ জন রিপাবলিকান সিনেটর।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভিডিও বার্তায় চুক্তির আলোচনায় তেহরানের সঙ্গে কিছু মতবিরোধের কথা স্বীকার করেছেন। তবে তিনি চুক্তির ব্যাপারে আশাবাদী বলে উল্লেখ করেন।

এমন সুযোগ আর শিগগিরই আসবে না উল্লেখ করে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, এ সমস্যার শান্তিপূর্ণ সমাধানের ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে এবং এ সুযোগ আমাদের হেলায় নষ্ট করা উচিত নয়।’

ওবামা আরো বলেন, ইরানের নেতারা একটি যৌক্তিক চুক্তিতে সম্মত হলে দেশটি সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। আর চুক্তি না হলে দেশটিকে সারাবিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে হবে।

উল্লেখ্য, সর্বশেষ গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ সুইজারল্যান্ডে আলোচিত এই পরমাণু চুক্তি সামনে রেখে চতুর্থ দিনের মতো বৈঠক করেন।

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়