News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৭, ২১ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৫৫, ১৭ জানুয়ারি ২০২০

নাইজেরিয়ায় বোকো হারামের পিছু হটার পর ৭০টি লাশ উদ্ধার

নাইজেরিয়ায় বোকো হারামের পিছু হটার পর ৭০টি লাশ উদ্ধার

নাইজেরিয়ায় এক শহর ছেড়ে পালানোর আগে অন্তত ৭০ জনকে হত্যা করেছে বোকো হারাম জঙ্গিরা। বোকো হারাম দামাসাক শহর ছেড়ে পালিয়ে যাওয়ার পর একটি সেতুর নিচ থেকে ফেলে রাখা লাশগুলো উদ্ধার করা হয়। জায়গাটি জঙ্গিরা মৃত্যুদণ্ড কার্যকর করার স্থান হিসবে ব্যবহার করত বলে ধারণা করা হচ্ছে। বিবিসি।

বার্তা সংস্থা রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক ৭০ টি লাশ পাওয়ার কথা নিশ্চিত করেছেন। নিহতদের অনেকেরই গলা কাটা অবস্থায় দেখেছেন বলেও উল্লেখ করেন।

২০১৪ সালের নভেম্বরে শহরটি দখল করে নিয়েছিল বোকো হারামের জঙ্গিরা। নাইজার ও চাদের সেনাবাহিনী গত শনিবার শহরটি দখলমুক্ত করে। বৃহস্পতিবার এসব লাশ আবিষ্কার হয়েছে বলে জানিয়েছেন চাদের সেনারা। তারা অন্ততপক্ষে ১০০টি লাশ আছে দাবি করলেও রয়টার্সের সাংবাদিক গুণে ৭০টি লাশ পেয়েছেন।
 
শহরটি থেকে বের হওয়ার অন্যতম প্রধান সড়কের কংক্রিট সেতুর নিচে ফেলে রাখা লাশগুলোকে ঘিরে গজিয়ে ওঠা ঘাসের কারণে খুনগুলো বেশ কিছুদিন আগে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  নিহতদের মধ্যে শহরটির ইমামের লাশও আছে।

শহরটির অন্যান্য অংশ থেকে পচা লাশের গন্ধ ভেসে আসায় শহরের বিভিন্ন স্থানে আরো লাশ আছে বলে ধারণা করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়