ইয়েমেনে আইএসের আত্মঘাতী হামলায় নিহত ১২৬
ইয়েমেনের রাজধানী সানায় দুই মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১২৬ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ২৬০ জন।
শুক্রবার দুপুরে এ আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। এ ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গিসংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত খবরে জানানো হয়, অনলাইনে দেয়া এক বিবৃতিতে আইএস এ হামলা সম্বন্ধে বলেছে, এটি ক্ষুদ্র সূচনা মাত্র। বিধর্মী হুতিদের এটি জেনে রাখা উচিত যে, আইএসের সৈন্যরা তাদের ধ্বংস না করা পর্যন্ত এবং সাফাভিদদের (ইরানিদের) হাত কেটে না নেওয়া পর্যন্ত এটি অব্যাহত থাকবে।
শুক্রবার জুমার নামাজের মুসল্লিদের লক্ষ করেই ওই হামলা চালানো হয়। মসজিদ দুটিতে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মুসল্লিনা নামাজ আদায় করেন। ওই মসজিদ দুটি শিয়া বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিল। তিন আত্মঘাতী হামলাকারী ওই হামলা চালায়।
নিউজবাংলাদেশ.কম/এমএম/এজে
নিউজবাংলাদেশ.কম