News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩২, ২০ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৫৫, ১৭ জানুয়ারি ২০২০

টোপ হিসেবে ব্যবহৃত হচ্ছে বিয়ের কনে!

টোপ হিসেবে ব্যবহৃত হচ্ছে বিয়ের কনে!

ভারতের অবসরপ্রাপ্ত সরকারি এক ব্যাংক কর্মকর্তা সোশ্যাল ম্যাট্রিমনি সাইটে বিয়ের কনে খোঁজ করতে বিজ্ঞাপন দিয়েছিলেন। এরপরই তাকে ফোন করেন এক নারী। তিনি ৬০ বছর বয়সী ওই ব্যাংক কর্মকর্তাকে জানান, বিয়ের ব্যাপারে তিনি আগ্রহী।

আর বিয়ের ব্যাপারে সামনাসামনি কথা বলতে ওই নারী তাকে চেন্নাইয়ের কোয়ামবেদু বাসস্ট্যান্ডে দেখা করতে বলেন। ব্যাংক কর্মকর্তা দেখা করতে এলে তাকে পাঁজাকোলা করে গাড়িতে তুলে চম্পট দেয় ওই নারী। এ কাজে তাকে সাহায্য করে আর চারজন।

গণমাধ্যমকে পুলিশ জানায়, অপহরণ করে তাকে তামবারাম অঞ্চলের একটি ব্যাঙ্কের শাখায় নিয়ে যাওয়া হয়। এরপর তাকে চাপ দেয়া হয় তার অ্যাকাউন্ট থেকে ৩৫ লাখ টাকা তুলে দেয়ার জন্য।

জানা গেছে, ওই ব্যক্তি ব্যাংকের কর্মকর্তাকে পুরো ঘটনা জানান। এরপর ওই কর্মকর্তা পুলিশকে খবর দেয়। পুলিশকে আসতে দেখে গাড়ি নিয়ে পালিয়ে যায় নারীসহ চার দুষ্কৃতকারী।

পুলিশ জানায়, ভি রামমূর্তি নামে ওই ব্যক্তি কিলকাট্টালাই অঞ্চলের বাসিন্দা। তিনি ডিভোর্সি। তাই অবসরের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। এ কারণেই সোশ্যাল ম্যাট্রিমনি সাইটে বিজ্ঞাপন দিয়েছিলেন তিনি।

এ সূত্র ধরে তাকে ফোন করেছিলেন বৈষ্ণবী নামে ৩৫ বছরের ওই মহিলা। তার আর্থিক অবস্থা ও অন্যান্য বিষয় সম্পর্কে জানার পরই তাকে ওই বাসস্ট্যান্ডে দেখা করতে বলেছিলেন অভিযুক্ত মহিলা।

তামবারান থানার ইন্সপেক্টর আলবিন রাজ গণমাধ্যমকে জানান, রামমূর্তিকে অপহরণের ছক কষেছিল ওই চার দুষ্কৃতকারী। বৈষ্ণবীকে টোপ হিসেবে তারা ব্যবহার করে। নারীসহ চার দুষ্কৃতকারীর সন্ধানে জোর অভিযান চালাচ্ছে পুলিশ।

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়