মালিকের চেয়ে বাড়ির আয় বেশি!
বাড়ির মালিকের গোটা পরিবার মিলে বছরে যে টাকা আয় করে তার চেয়ে অনেক বেশি আয় করে বাড়িটি। লন্ডনে এরকম উদাহরণ অনেক রয়েছে। বাড়ি নিয়ে গবেষণাকারী সংস্থা হালিফ্যাক্স এতথ্য জানিয়েছে।
তারা জানায়, লন্ডন এবং লন্ডনের দক্ষিণ-পূর্ব এলাকায় দু’বছরে প্রতিটি বাড়ির দাম ছিল গড়ে দু’লাখ পাউন্ড। কিন্তু বাড়ির মালিকদের দু’বছরে গড় আয় ছিল ৫৬ হাজার ৬৯৮ পাউন্ড। এ হিসেবে মালিকের চেয়ে বাড়ির আয় এক লাখ ৩০ হাজার পাউন্ড বেশি।
হালিফ্যাক্সের এতথ্য একদিকে সুখকর হলেও আরেকদিকে হতাশাজনক। কেননা আগে থেকেই যাদের বাড়ি রয়েছে লাভের ঝোলটা তাদের দিকে চলে যাচ্ছে। কিন্তু যারা নতুন করে বাড়ি তৈরির কথা ভাবছেন তাদের অবস্থা লেজেগোবরে।
হালিফ্যাক্স আরো জানিয়েছে, চলতি মাসে লন্ডনে বাড়ি কেনার জন্য ব্যাঙ্কের কাছে ঋণ চেয়েছেন ১৯ হাজার জন। যার পরিমাণ ডিসেম্বর-জানুয়ারির চেয়ে যথাক্রমে ২৭ ও ১৪ শতাংশ কম।
হালিফ্যাক্স জানাচ্ছে, একই অবস্থা চলছে লন্ডনের বাইরে এলমব্রি, মোল ভ্যালি এবং দক্ষিণ বাকিংহ্যামশায়ারে।
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম