News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০৯, ১৯ মার্চ ২০১৫
আপডেট: ১৩:৫১, ১৮ জানুয়ারি ২০২০

পাকি পরমাণু কর্মসূচির কর্মী চাকরিচ্যুত

পাকি পরমাণু কর্মসূচির কর্মী চাকরিচ্যুত

পাকিস্তানের পরমাণু কর্মসূচির সঙ্গে জড়িত কয়েক ব্যক্তিকে চাকরিচ্যুত করা হয়েছে। পরমাণু কর্মসূচি নিরাপদ রাখার স্বার্থে গত কয়েক বছরে এ সব ব্যক্তিকে বরখাস্ত করা হয়েছে।

এ তথ্য জানিয়েছেন পাক পরমাণু কর্মসূচির প্রশাসনিক সংস্থা স্ট্রাটেজিক প্ল্যানস ডিভিশনের কর্মকর্তা ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) তাহির রেজা নাকভি। রাজধানী ইসলামাবাদের নিরাপত্তা সংক্রান্ত এক সেমিনারে এ তথ্য প্রকাশ করেন তিনি। অবশ্য কতজন পরমাণু কর্মীকে বরখাস্ত করা হয়েছে তা জানাননি নাকাভি।

রেডিও তেহরান জানায়, ২০০৩ সালের এপ্রিল থেকে পাকিস্তানের পরমাণু কর্মসূচিতে নিয়োজিত সব কর্মীর ব্যক্তিগত ও পারিবারিক তথ্য নিয়মিত যাচাই করার কার্যক্রম চালু করা হয়। ‘পিআরপি’ নামের এ কর্মসূচির আওতায় স্পর্শকাতর পরমাণু কর্মসূচিতে কর্মরত কর্মীদের পারিবারিক, শিক্ষা, রাজনৈতিক এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গির বিষয়ে নিয়মিত অনুসন্ধান চালানো হয়।

এ জাতীয় অনুসন্ধানের ভিত্তিতে যাদের সংশোধন করা সম্ভব নয় বলে প্রমাণ পাওয়া গেছে তাদেরকেই চাকরি থেকে সরিয়ে দেয়া হয়েছে। আর এ সংক্রান্ত অনুসন্ধান অত্যন্ত নিবিড়ভাবেই চালানো হয় বলে জানান নাকভি।

পাকিস্তানের পরমাণু বোমা এবং পরমাণু উপাদান সরকারের কঠোর নিয়ন্ত্রণেই থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়