News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪১, ১৯ মার্চ ২০১৫
আপডেট: ০৫:০৩, ১ ফেব্রুয়ারি ২০২০

প্রাসাদে বিমান হামলা, পালিয়ে বাঁচলেন ইয়েমেনি প্রেসিডেন্ট

প্রাসাদে বিমান হামলা, পালিয়ে বাঁচলেন ইয়েমেনি প্রেসিডেন্ট

রাষ্ট্রপতি প্রাসাদে পর পর দুবার যুদ্ধ বিমান হামলার হাত থেকে পালিয়ে বেচেঁছেন ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি। অপরিচিত দুটি যুদ্ধ বিমান থেকে প্রেসিডেন্টের বাসভবনে এ হামলা চালানো হয়।  

দেশটির সরকারি মুখপাত্র এ সংবাদ নিশ্চিত করেছেন ।

ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির সহযোগী বলেছেন, প্রেসিডেন্টকে তার বাসভবন ছেড়ে যেতে বাধ্য করতেই অজ্ঞাত স্থান থেকে এ হামলা চালানো হয়েছে।
 
হাদির সহযোগী জানান, “বৃহস্পতিবার দুটি অপরিচিত যুদ্ধ বিমান থেকে তার অ্যাডেনের বাসভবনকে লক্ষ্য করে অ্যান্টি এয়ারক্রাফট থেকে গুলি ছোড়া হয়। ঘটনার পর প্রেসিডেন্ট দেশেই নিরাপদ স্থানে অবস্থান করছেন। তবে তিনি দেশ ছেড়ে যাননি।”

ঘটনা সম্পর্কে একজন ইয়েমেনি নিরাপত্তা বাহিনীর সদস্য জানান, “পরিস্থিতি এখন সমপূর্ণ নিয়ন্ত্রণে। এতে উদ্বিগ্ন হবার কিছু নেই।”  


উল্লেখ্য, হামলার সময় হাদি বাসভবনে ছিলেন কিনা তা নিশ্চিৎ করেনি সরকারি মুখপাত্র।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়