৪৩৬টি মসজিদের মধ্যে ধ্বংস ৪১৮টি!
মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে চলমান খ্রিস্টান-মুসলিম দাঙ্গায় ধ্বংস হয়েছে ৪১৮টি মসজিদ। দেশটিতে মোট মসজিদের সংখ্যা ছিল ৪৩৬টি। জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার মধ্য আফ্রিকা পরিদর্শন শেষে জাতিসংঘে ফিরে এতথ্য জানিয়েছেন।
বুধবার গণমাধ্যমকে সামান্থা জানান, এ ধ্বংসযজ্ঞ এক ধরনের উন্মাদনা। এ অবস্থায় ইউরোপীয় ইউনিয়ন ও ফ্রান্সের সেনা প্রত্যাহার করলে দেশটিতে ব্যাপক নিরাপত্তা সঙ্কট তৈরি হবে। দেশটিতে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সংখ্যাও পর্যাপ্ত নয়।
তিনি আরো বলেন, সাম্প্রদায়িক সহিংসতায় সবচেয়ে বেশি প্রাণ হারাচ্ছে নারী ও শিশুরা। চলমান সহিংসতায় হাসপাতালে না গিয়ে গর্ভবতী নারীদের বাড়িতেই সন্তান জন্ম দিতে হচ্ছে। এ অবস্থা খুবই ভীতিজনক।
উল্লেখ্য, ২০১৩ সালের ডিসেম্বরে দেশটিতে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে। এ দাঙ্গায় এ পর্যন্ত ৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। ৪৫ লাখ মানুষের মধ্যে ঘরবাড়ি ছেড়েছে ১০ লাখ মানুষ।
জানা গেছে, শুধু ঘরবাড়ি নয়, অনেকে দেশও ছেড়েছে। যারা দেশ ছাড়ছে তাদের বেশিরভাগই মুসলমান। রাজধানীতে এখনো টিকে থাকা একটি মসজিদ পরিদর্শন শেষে সামান্থা গণমাধ্যমকে যে বর্ণনা দেন তা খুবই ভীতিজনক। সূত্র : আলজাজিরা অনলাইন
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম