জিম্মি সঙ্কটের অবসান
তিউনিশিয়ায় জাদুঘরে হামলা, পর্যটকসহ নিহত ১৯
তিউনিশিয়ার রাজধানী তিউনিসে বন্দুকধারীদের হামলায় ১৭ বিদেশি পর্যটকসহ ১৯ জনের মৃত্যু হয়েছে।
বুধবার তিউনিশিয়ার পার্লামেন্টসংলগ্ন বার্ডো জাদুঘরে অস্ত্রধারীদের এ হামলা ও পর্যটকদের জিম্মি করার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সতেরজন পর্যটক, দুইজন তিউনিশীয় নাগরিক রয়েছেন।
তিউনিশিয়ার প্রধানমন্ত্রী হাবিব এজিদ ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন, নিহত পর্যটকদের অধিকাংশই ইতালি, স্পেন এবং জামার্নির নাগরিক।
আল জাজিরার খবরে বলা হয়, জিম্মিদের উদ্ধারে জাদুঘরে পুলিশের চালানো অভিযানে এক পুলিশ কর্মকতাসহ দুই অস্ত্রধারীও মারা গেছেন।
জাদুঘরের এক কর্মী জানায়, পর্যটকরা বাস থেকে জাদুঘরের সামনে নামা মাত্রই দুইজন বন্দুকধারী তাদের ওপর গুলি চালায়। এসময় আক্রান্ত পর্যটকরা প্রাণ বাঁচাতে জাদুঘরের ভেতর ঢুকে পড়েন।
এর আগে তিউনিশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আলী আরুই জানিয়েছিলেন, জাদুঘরের মধ্যে জিম্মি করে রাখা পর্যটকদের উদ্ধারে নিরাপত্তাকর্মী পাঠানো হচ্ছে। ভেতরে দুই বা ততোধিক হামলাকারী রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এমএম
নিউজবাংলাদেশ.কম