পাকিস্তানে বিমান হামলায় ৩৪ জঙ্গি নিহত
পাকিস্তানের খাইবার অঞ্চলে আজ বুধবার বিমান হামলায় ৩৪ জঙ্গি নিহত হয়েছে। আফগান সীমান্তবর্তী খাইবার অঞ্চলের তিরাহতে বুধবার চালানো হামলায় জঙ্গি নিহতের এ ঘটনা ঘটে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে। খবর এএফপির।
পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, অঞ্চলটিতে সাংবাদিকদের চলাচল সীমিত হওয়ায় হতাহতের ব্যাপারে সঠিক তথ্য পাওয়া সম্ভব হচ্ছে না।
মানবাধিকার কর্মীরা নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে দাবি করে সংখ্যা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন।
এদিকে, পাকিস্তানের উপজাতি-অধ্যুষিত জেলা বাজাউরে আজ এক পোলিও কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরো এক পোলিও কর্মী।
স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ফায়েজ-উল-হক হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাজাউরের খামাংরা এলাকায় পোলিও টিকা খাওয়ানোর কাজ করতে গিয়ে গুলিতে একজন নিহত ও একজন আহত হয়।
প্রসঙ্গত, নাইজেরিয়া ও আফগানিস্তানের মতো পাকিস্তানের এসব উপজাতি-অধ্যুষিত এলাকাগুলোতে পোলিও টিকা বিরোধী প্রচার প্রবল। ২০১২ সালের ডিসেম্বর থেকে এ পর্যন্ত শিশুদের পোলিও টিকা খাওয়ানোর কাজে যুক্ত ব্যক্তিদের ওপর হামলার ঘটনায় পাকিস্তানে৭৮ জন নিহত হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম