News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৮, ১৮ মার্চ ২০১৫
আপডেট: ১২:১১, ১৮ জানুয়ারি ২০২০

করাচিতে স্কুলে গ্রেনেড হামলা

করাচিতে স্কুলে গ্রেনেড হামলা

করাচিতে এক স্কুলে বুধবার গ্রেনেড হামলা চালিয়েছে অজ্ঞাত পরিচয়ের মোটরসাইকেল আরোহীরা। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায় নি। দ্যা ডন।

নাজিমাবাদ এলাকায় করাচি উন্নয়ন (কেডিএ) অধিদপ্তরের নিকটবর্তী স্কুলটিতে এ গ্রেনেড হামলা চালানো হয়। গ্রেনেড নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার সময় হুমকি জানিয়ে একটি চিঠিও ফেলে যায় ওই বাইক আরোহীরা। হামলার সাথে সাথেই নিরাপত্তার জন্য স্কুল কর্তৃপক্ষ আতঙ্কগ্রস্ত শিশুদেরকে মাটিতে শুইয়ে রাখেন ।

ঘটনাস্থলে বোমা নিস্ক্রিয় দলের এক কর্মীর বরাত দিয়ে ডন জানায়, নিক্ষিপ্ত গ্রেনেডটিতে ৫০০ গ্রাম বিস্ফোরক পদার্থ ব্যবহার করা হয়েছিল।

এদিকে, গতকালই করাচির ওরাঙ্গি টাউন এলাকায় অজ্ঞাত পরিচয়ের মোটরবাইক আরোহীরা এক মসজিদে গ্রেনেড হামলা চালায়।

এছাড়া ফেব্রুয়ারির শুরুর দিকে অজ্ঞাত পরিচয়ের মোটরবাইক আরোহীরা করাচির গুলশান-ই-ইকবাল এলাকায় বেশ কয়েকটি বেসরকারী স্কুলে গ্রেনেড হামলা চালায়। এসব হামলায় ক্ষয়ক্ষতি ও হতাহতের তেমন কোন খবর পাওয়া যায় নি। মূলত, স্থানীয়দের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়াতেই এসব হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

গত ১৬ ডিসেম্বরে পেশোয়ারে আর্মি পাবলিক স্কুলে তালেবানদের হামলায় ১৫০ আহত হওয়ার ঘটনার পরপরই দেশটির অনেক স্কুলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রসঙ্গত, পেশোয়ারে আর্মি পাবলিক স্কুলে তালেবান হামলায় আহত ১৫০ জনের মধ্যে ১৪১ জনই স্কুল পড়ুয়া শিশু।

সিন্ধু প্রদেশের শিক্ষামন্ত্রী নিসার আহমেদ স্কুলে গ্রেনেড হামলার ঘটনায় প্রতিবেদন জমা দিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। স্কুল এলাকায় পুলিশের টহল জোরদার করতেও নির্দেশ দেন তিনি।  

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়