‘বন্দে মাতরম না বললে দেশছাড়া করব’
বন্দে মাতরম কিংবা ভারত মাতা কি জয়, না বললে তাকে দেশছাড়া করা হবে। যারা এসব বলে না তাদের কোনো অধিকার নেই ভারতে বাস করার। তারা জাতীয় পতাকাকে অপমান করে। একথা বলেছেন বিশ্ব হিন্দু পরিষদ নেত্রী সাধ্বী প্রাচী।
মঙ্গলবার এক হিন্দু সম্মেলনে তিনি জানান, দুইয়ের বেশি সন্তান থাকলে ভোট দিতে দেয়া উচিত। এজন্য একটি আইন পাশ করা প্রয়োজন।
তিনি আরো বলেন, অন্যান্য সম্প্রদায়ে মধ্যে ৪০-৫০ জন সন্তান হয়। হিন্দুদেরও চারজন করে সন্তান জন্ম দেয়া উচিত।
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম