নাইজেরিয়ায় গত দু’দিনের বোমা বিস্ফোরণে নিহত ৩৪ জন
নাইজেরিয়ায় গত দু’দিনের বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত ৩৪ জন। দেশটির উত্তরাঞ্চলের জস এবং উত্তর-পূর্বাঞ্চলের বিউ শহরে পৃথক এ দুটি বোমা বিস্ফোরণ ঘটে। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানায়। নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দেশটির উত্তরাঞ্চলের জোস শহরের একটি বাস স্টেশন ও মোটর পার্কে পরপর দুটি বোমার বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন নিহত হন বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়।
এদিকে বুধবার (২৫ ফেব্রুয়ারি) উত্তর-পূর্বাঞ্চলের বিউ শহরে একটি আত্মঘাতী বোমা হামলায় আরও ১৯ জন নিহত হন। এতে আহত হন আরও ১৭ জন। জঙ্গিগোষ্ঠী বোকো হারামকে প্রতিরোধ করতে গঠিত সিভিলিয়ান জয়েস্ট টাস্ক ফোর্স এর সদস্য নাসিরু বুহারি এ হামলার জন্য বোকো হারামকে দায়ী করেছেন।
নিউজবাংলাদেশ.কম