News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৪, ১৭ মার্চ ২০১৫
আপডেট: ১২:১৪, ১৮ জানুয়ারি ২০২০

মিশরে মুসলিম ব্রাদারহুডের প্রধানসহ ১৩ জনের মৃত্যুদণ্ড

মিশরে মুসলিম ব্রাদারহুডের প্রধানসহ ১৩ জনের মৃত্যুদণ্ড

মিশরে নিষিদ্ধঘোষিত মুসলিম ব্রাদারহুডের প্রধান মোহামেদ বাদাইসহ আরো ১৩ জন সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সহিংসতার অভিযোগে সোমবার দেশটির অপরাধ বিষয়ক আদালতের দেওয়া এই মৃত্যুদণ্ডাদেশ সর্বোচ্চ ইসলামিক কর্তৃপক্ষ গ্র্যান্ড মুফতির কাছে বিবেচনার জন্য পাঠানো হবে। এই রায়ের বিরুদ্ধে এখনো আপিল করার সুযোগ রয়েছে। এ ব্যাপারে চূড়ান্ত রায় দেয়ার জন্য ১১ এপ্রিল পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

এরআগেও বাদাইকে আরো বেশ কয়েকটি আদালত বিভিন্ন অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল। পরবর্তী সময়ে দণ্ড কমিয়ে তাকে যাবজ্জীবন কারাবাসের সাজা দেয়া হয়েছে।

২০১৩ সালে মুসলিম ব্রাদার হুডকে (এমবি) সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে মিশর সরকার।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়