ইমরান খানকে ৫০ হাজার রুপি জরিমানা
পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) প্রধান ও সাবেক ক্রিকেট তারকা প্রধান ইমরান খানকে ৫০ হাজার রুপি জরিমানা করে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন আদালত। মানহানির এক মামলায় আদালতে সশরীরে হাজির না হওয়ায় সিন্ধু প্রদেশের হাইকোর্ট জরিমানা করে এ নির্দেশ দেন। দ্যা ডন।
এর আগে, এ মামলায় সশরীরে হাজির না হওয়ায় ইমরানকে আবেদনের সুযোগ খারিজ করে রুলিং দিয়েছিলেন আদালত। রোববার আগের এ রুলিং প্রত্যাহারে আদালতে হাজির হয়ে আর্জি পেশ করেন ইমরানের আইনজীবী মুশাররফ আজহার।
বিচারক শাফি সিদ্দিকি এ আবেদন মঞ্জুর করে ইমরানকে ৫০ হাজার রুপি জরিমানা করেন। তিনি বলেন, মামলার পরবর্তী শুনানির সময় অবশ্যই আদালতে হাজির হতে হবে ইমরান খানকে।
উল্লেখ্য, এমকিইএম’এর প্রধান আলতাফ হোসেইনের বিরুদ্ধে বক্তব্য দেয়ার কারণে দলটির পক্ষ থেকে ২০১৩ সালে ৫০০ কোটি রুপির মানহানির মামলা করা হয়েছিল।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম