News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪৫, ১৬ মার্চ ২০১৫
আপডেট: ১২:১০, ১৮ জানুয়ারি ২০২০

ভারতে ভারী বৃষ্টিপাতে ১৫ জনের মৃত্যু

ভারতে ভারী বৃষ্টিপাতে ১৫ জনের মৃত্যু

ভারী বৃষ্টিপাতের কারণে ভারতের উত্তরাঞ্চলে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ অঞ্চলে টানা বৃষ্টিপাতের কারণে রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। ।
 
রোববার কর্মকর্তারা জানান,  গত ৩৬ ঘণ্টায় ভারতের রাজস্থানে প্রবল বর্ষণ,শিলাবৃষ্টি ও বজ্রপাতে মারা গেছেন ১২ জন ।

এছাড়া জম্মু-কাশ্মিরে প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধস ও তুষারধসে ৩ জনের প্রাণহানিসহ আহত হয়েছেন আরো ৪ জন।
 
বৈরী আবহওয়া, তুষারধস ও ভূমিধসের কারণে কাশ্মির-জম্মুর কোনো কোনো এলাকায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লীতেও বৃষ্টিপাতের পর শৈত্যপ্রবাহ বয়ে গেছে।

উত্তর প্রদেশের বিভিন্ন অঞ্চলে অসময়ে বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। এক সপ্তাহের বিরতি দিয়ে আগ্রা, চিত্রকুট, কানপুর, মিরাট ও বেরিলি বিভাগে বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে হিমাচল প্রদেশের উঁচু উপজাতীয় এলাকাগুলোতে নতুন করে তুষারপাত হয়েছে।
বৃষ্টি ও শিলাবৃষ্টিতে আগ্রা, ফিরোজাবাদ, মথুরা, কানপুর, ফারুখাবাদ ও এর পার্শ্ববর্তী জেলাগুলোতে গম, সরিষা ও আলু ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে
 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়