ভারতে সোয়াইন ফ্লুর সঙ্গে নতুন করে বার্ড ফ্লুর আশঙ্কা
ভারতে সোয়াইন ফ্লু ভাইরাসের সঙ্গে নতুন করে দেখা দিয়েছে বার্ড ফ্লুর আশঙ্কা। এরই মধ্যে উত্তরপ্রদেশে বার্ড ফ্লুর জন্য সতর্কতা জারি করা হয়েছে। জি নিউজ ও এনডিটিভি।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৪ মার্চ পর্যন্ত দেশটিতে সোয়াইন ফ্লুতে অাক্রান্ত হয়ে মারা গেছে এক হাজার ৭১০ জন। এই রোগে আক্রান্তের সংখ্যা বর্তমানে ২৯ হাজার ৫৫৮ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোয়াইন ফ্লুতে অাক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি গুজরাটে। সেখানে সোয়াইন ফ্লুতে এখন পর্যন্ত মারা গেছে ৩৮২ জন। এছাড়া অাক্রান্ত হয়েছে ৬ হাজর ৯৯ জন। রাজস্থানে মারা গেছে ৩৭৫ জন অার অাক্রান্ত হয়েছেন ৬ হাজার ১৭৯ জন। মহারাষ্ট্রে মারা গেছে, ২৮৮ জন অার অাক্রান্ত হয়েছেন তিন হাজার ৪০৭ জন। মধ্যপ্রদেশ মারা গেছে ২৩৭ জন এবং অাক্রান্ত হয়েছে এক হাজার ৮৬৬ জন। দিল্লিতে মারা গেছে ১১ জন অার অাক্রান্ত হয়েছে তিন হাজার ৯৫৮ জন। এছাড়া সোয়াইন ফ্লুতে অাক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে তেলেঙ্গানা, পাঞ্জাব, কর্নাটক, হরিয়ানা, পশ্চিমবঙ্গসহ অারও বেশ কিছু রাজ্যে।
এদিকে, উত্তর প্রদেশের আমেথিতে অ্যাভিয়েন ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ছড়িয়েছে পড়েছে। বার্ড ফ্লুর জন্য এ রাজ্যে সতর্কতাও জারি করা হয়েছে। রাজ্যের মুখ্যসচিব অলোক রঞ্জন সব জেলার কমিশনার ও জেলা প্রশাসকদের বার্ড ফ্লু সংক্রান্ত তথ্য জানিয়ে রোগ যাতে ছড়িয়ে না পড়ে সেদিকে নজর রাখতে বলেছেন।
গত ছয় ও সাত মার্চ অজানা রোগে প্রায় ৩৫০টি পাখির মৃত্যু হয়েছে। এছাড়া চন্ডিগড়ের বিভিন্ন গ্রামেও এই রোগ দেখা দিয়েছে।
নিউজবাংলাদেশ.কম