News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৩, ১৬ মার্চ ২০১৫
আপডেট: ১০:২১, ১৮ জানুয়ারি ২০২০

১ পাউন্ডের মুদ্রা ৪৬ হাজার পাউন্ডে বিক্রি!

১ পাউন্ডের মুদ্রা ৪৬ হাজার পাউন্ডে বিক্রি!

মঙ্গলবার একটি পাউন্ড নিলামে উঠেছে। আর এ পাউন্ডটি বিক্রি হয়েছে ৪৬ হাজার পাউন্ডে। এ ঘটনায় মুদ্রার মালিক বিস্ময়ে থ হয়ে গেছেন। তার ধারণাই ছিল না একটি মুদ্রা এত হাজার পাউন্ডে বিক্রি হতে পারে!

প্রকৃত ঘটনা হচ্ছে, এ মুদ্রাটি অনেক পুরনো। ১৬৪৩ সালে রাজপন্থি-সংসদপন্থিদের মধ্যে বৃটিশ গৃহযুদ্ধ শুরুর এক বছর পর এ মুদ্রাটি বানানো হয়েছিল।

এ ব্যাপারে ডরচেস্টারের ডিউকস অকশন প্রতিষ্ঠানের কয়েন বিশেষজ্ঞ টিমথি মেডহার্স্ট গণমাধ্যমকে জানান, মুদ্রাটি কয়েক প্রজন্ম ধরে বর্তমান মালিকের কাছে হাতবদল হয়ে এসেছে। তবে এর মূল্য সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না।

তিনি আরো বলেন, এটি এমন এক মুদ্রা যা খুঁজে পাওয়া দুষ্কর। আর তাই এ মুদ্রা সংগ্রহকারীদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করবে।

উল্লেখ্য, অকশনে এ মুদ্রাটি নিয়ে ব্যাপক দামাদামি হয়। এর পরই ধারণার চেয়ে দ্বিগুন দামে বিক্রি হয় মুদ্রাটি। সূত্র : মিরর
    

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়