ক্ষতিপূরণসহ মিয়ানমারের কাছে ঘটনার ব্যাখ্যা দাবি চীনের
বোমাবর্ষণে চার নাগরিক নিহত হওয়ার পর ফের কোন হামলা হলে তার “সমুচিত” জবাব দেয়া হবে বলে মিয়ানমারকে হুশিয়ার করে দিয়েছে চীন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ হুশিয়ারি জানানো হয়।
হতাহতদের পরিবারের কাছে ক্ষমা চেয়ে ক্ষতিপূরণসহ মিয়ানমারের কাছে ঘটনার ব্যাখ্যাও দাবি করেছে চীন কর্তৃপক্ষ।
উল্লেখ্য, মিয়ানমারের উত্তরপূর্বাঞ্চলের চীন সীমান্ত সংলগ্ন এলাকায় বিদ্রোহীদের বিরুদ্ধে গত মাস থেকে অভিযান শুরু করেছে মিয়ানমার সরকারি বাহিনী। গত শুক্রবার অভিযান চলাকালে বিদ্রোহীদের লক্ষ্য করে মিয়ানমারের নিক্ষিপ্ত একটি বোমা চীনের ইউনান প্রদেশের সীমান্ত এলাকার একটি আখ খেতে বিস্ফোরিত হয়। এতে চার চীনা নাগরিক নিহত ও অপর নয়জন আহত হন। তবে, চীনা ভূখণ্ডে কোনো বোমা ফেলার কথা অস্বীকার করে দায় বিদ্রোহীদের ওপর চাপানোর চেষ্টা করেছে মিয়ানমার।
এ ঘটনার পর শনিবার রাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের উপপ্রধান ফ্যান চ্যাংলঙ মিয়ানমার বিমান বাহিনীর বিরুদ্ধে সীমান্ত লঙ্ঘণের অভিযোগ করেন
এক জরুরী ফোন কলে তিনি মিয়ানমার সামরিক বাহিনীকে বলেন, “মিয়ানমারকে অবশ্যই এই ঘটনার গুরুত্ব বুঝতে হবে, গুরুত্বের সঙ্গে ঘটনাটির তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
“হতাহতদের পরিবারের কাছে ক্ষমা চেয়ে ক্ষতিপূরণ দিতে হবে এবং চীনের কাছে ঘটনার ব্যাখ্যা দিতে হবে।”
“অন্যথায়, চীনের সামরিক বাহিনী অবধারিত দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবে,” বলেছেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম