News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১০, ১৫ মার্চ ২০১৫
আপডেট: ১৮:৩৬, ১৭ জানুয়ারি ২০২০

জন্মহার বাড়াতে জাপানের অভিনব উদ্যোগ

জন্মহার বাড়াতে জাপানের অভিনব উদ্যোগ

জাপান সরকার দেশটিতে জন্মহার বাড়াতে জীবনসাথি খোঁজার মতো স্পিড ডেটিংয়ে উৎসাহ দিচ্ছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা স্পিড ডেটিং বা এরকম ঘটকালি করে তারা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সাহায্য পাবে। জাপানের কিয়োডো সংবাদ সংস্থা একথা জানিয়েছে।

জানা গেছে, মার্চের শেষ নাগাদ জাপানের মন্ত্রিপরিষদ এনীতি অনুমোদন করবে। সাধারণ মানুষকে এব্যাপারে উৎসাহ দিতে নানা ব্যবস্থাও গ্রহণ করবে দেশটির সরকার।

এ সংক্রান্ত খসড়া নীতিমালায় হুঁশিয়ারি দেয়া হয়েছে যে, এখন থেকে ২০২০ সালের মধ্যে জাপান বড় ধরনের সঙ্কটে পড়তে যাচ্ছে। কারণ দেশটিতে যথেষ্ট নতুন শিশু জন্ম নিচ্ছে না।

এ কারণেই জাপান সরকার সম্ভাব্য পাত্র-পাত্রীদেরকে তাদের জীবনসাথি খুঁজে বের করতে সাহায্য করতে সব রকমের উদ্যোগ হাতে নিয়েছে। সন্তান নিতে দম্পতিদের উৎসাহ দিতে নার্সারিতে বিনামূল্যে শিশুর দেখাশোনা, নিঃসন্তান দম্পতিদের জন্য ফার্টিলিটি ক্লিনিক, পুরুষদের জন্য পিতৃত্ব ছুটি বাড়ানোর ব্যবস্থা গ্রহণ করবে।

২০১৪ সালে জাপানে শিশু জন্মহার ছিল সবচেয়ে কম। জানা গেছে, আগের বছরের চেয়ে ৯ হাজার কম শিশু জন্ম নেয় গত বছর। সূত্র : বিবিসি বাংলা


নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়