News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪১, ২১ ডিসেম্বর ২০২৪

জার্মানিতে ক্রিসমাস মার্কেটে ভিড়ের মধ্যে গাড়ি, নিহত ২

জার্মানিতে ক্রিসমাস মার্কেটে ভিড়ের মধ্যে গাড়ি, নিহত ২

ছবি: ইন্টারনেট

জার্মানির মধ্যাঞ্চলে ক্রিসমাস মার্কেটে ভিড়ের মধ্যে দ্রুত গতির গাড়ির চাপায় অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৬০ জনেরও বেশি আহত হয়েছেন।

সাক্সনি-আনহাল্ট রাজ্যের রাজধানী মাগডেবুর্গ শহরের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রাজ্য প্রধান রাইনার হাজেলহফ বলেন, “নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। বার্লিন থেকে ১৫০ কিলোমিটার পশ্চিমে রাজ্যের রাজধানী মাগডেবুর্গে ঘটনাটি ঘটেছে।”

তিনি বলেন, “মাগডেবুর্গ শহর, রাজ্য এবং সাধারণ অর্থে জার্মানির জন্য এটি বিপর্যয়কর ঘটনা।”

আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানান তিনি।

সন্দেহভাজন হামলাকারী ৫০ বছর বয়সী এক পুরুষ চিকিৎসক জানিয়ে রাজ্য প্রধান হাজেলহফ বলেন, সৌদি আরবের ওই নাগরিক প্রায় দুই দশক ধরে জার্মানিতে বসবাস করছিলেন।

তিনি বলেন, “এই মুহূর্তে পরিস্থিতি যা দাঁড়িয়েছে, আমরা একজন অপরাধীর বিষয়ে কথা বলছি, যার অর্থ এই শহরে আর কোনো বিপদ নেই। কারণ আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।”

ঘটনার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে রয়টার্স।

স্থানীয় সম্প্রচারমাধ্যম এমডিআর জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী জার্মান কর্তৃপক্ষের কাছে ইসলামপন্থি হিসেবে পরিচিত ছিল না।

সৌদি আরবের এক সূত্রের বরাতে রয়টার্স লিখেছে, গ্রেপ্তার ব্যক্তি এক্স পোস্টে উগ্র মত প্রকাশ করায় তার বিষয়ে জার্মান কর্তৃপক্ষকে সতর্ক করেছিল সৌদি আরব।

গাড়ি চাপায় হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সম্প্রচারমাধ্যম এমডিআর জানিয়েছে, ঘটনার পর পুলিশ সম্ভাব্য বিস্ফোরক ডিভাইসের অনুসন্ধানে গাড়িটির আশপাশ এলাকা খালি করেছে।

পরে পুলিশের বরাতে এমডিআর জানিয়েছে, এ ধরনের কোনো ডিভাইস পাওয়া যায়নি।

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এক্স পোস্টে হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে এক্স পোস্টে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফাইজারকে সঙ্গে নিয়ে শনিবার তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়