ব্রাজিলে পর্যটকবাহী বাস খাদে, নিহত ৪২
ব্রাজিলের সান্তা ক্যাটারিনা প্রদেশের প্রশস্ত সড়ক। এ সড়ক ধরে দ্রুত গতিতে ছুটে যাচ্ছে পর্যটকবাহী এক বাস। রাতের নিয়ন আলো সড়কের ওপর ঝকঝক করছে। বাসযাত্রী কেউ তন্দ্রায় ঝিমোচ্ছে। কেউ আবার চেয়ে আছে বাইরে।
ঠিক এমনই এক সময়ে হঠাৎ-ই যাত্রীসহ এ বাসটি গিয়ে পড়ে এক গিরিখাদে। এ ঘটনায় নিহত হন ৪২ জন। এ ঘটনা শনিবারের। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া না গেলেও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রাতের বেলা চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। তবে মূল ঘটনা আসলে কী ছিল তা নিয়ে তদন্ত চলছে।
জানা গেছে, এ দুর্ঘটনায় প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৩০ জন বলে উল্লেখ করা হলেও পরবর্তীতে উদ্ধারকর্মীরা আরো মরদেহ উদ্ধার করে।
সরকারের মুখপাত্র ক্যালডিও থমাস জানান, ঘটনাস্থলে পৌঁছতে উদ্ধারকারী দলগুলোকে বেশ বেগ পেতে হচ্ছে। ৩ শিশুকে উদ্ধার করা হলেও হাসপাতালে তারা মারা যায়। এ থেকে আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
গণমাধ্যমকে তিনি আরো জানান, বাসটি প্রায় ৪০০ মিটার গভীর গিরিখাদে পড়ে গেছে। সেখানে ঘন বন থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। বাসটিতে ৫০টি আসন রয়েছে। কর্তৃপক্ষের ধারণা, বাসটিতে আরো বেশি যাত্রী ছিল। সূত্র : এএফপি
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম