News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:২৬, ১৬ ডিসেম্বর ২০২৪

আমিরাতে বাস উল্টে নিহত ৯, উদ্ধার ৭৩

আমিরাতে বাস উল্টে নিহত ৯, উদ্ধার ৭৩

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে শ্রমিকদের বহনকারী একটি বাস উল্টে গিয়ে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। 

গতকাল রবিবার (১৫ ডিসেম্বর) শারজার খোরফাক্কান এলাকায় এই দুর্ঘটনায় হতাহতদের মধ্যে এশীয় ও আরবীয় রয়েছেন। 

সোমবার (১৬ ডিসেম্বর) এসব তথ্য জানিয়েছে শারজা পুলিশ। 

সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৭৩ জন যাত্রীকে উদ্ধার করে পুলিশের বিশেষ দল। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে এরপর হাসপাতালে পাঠানো হয়।  

শারজার ইস্টার্ন রিজিয়ন পুলিশ বিভাগের প্রধান বিগ্রেডিয়ার ডা. আলি আল কে আল হামুদি বলেন, রবিবার সন্ধ্যায় দুর্ঘটনার খবর পায় পুলিশ। ওই বাসে শ্রমিক ছিল। হঠাৎ ব্রেক ফেইল করে সেটি উল্টে যায়। 

আহত ও নিহতদের কারা কোন দেশের নাগরিক, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়