অভ্যুত্থান চেষ্টার দায়ে গ্রেফতার ব্রাজিলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী
ব্রাজিলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়াল্টার বারগা নেত্তো। ছবি: সংগৃহীত
ব্রাজিলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়াল্টার বারগা নেত্তোকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তিনি ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর শীর্ষ মিত্রদের একজন হিসেবে পরিচিত।
শনিবার (১৪ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
দক্ষিণ আমেরিকার দেশটিতে ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বলসোনারোর পক্ষে বদলে দেওয়ার উদ্দেশ্যে অভ্যুত্থান চেষ্টার তদন্তের অংশ হিসেবে জেনারেল ওয়াল্টারকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে,ব্রাজিলের ফেডারেল পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, প্রমাণ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগে শনিবার তাকে গ্রেফতার করা হয়েছে।
দেশটির মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে ইস্টার্ন মিলিটারি কমান্ডের কাছে হস্তান্তর করা হবে। তাকে সেনাবাহিনীর হেফাজতে রাখা হবে।
প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির সাবেক কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট বোলসোনারো হেরে যাওয়ার পরও তাকে ক্ষমতায় রাখতে অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে গত মাসে জেনারেল ওয়াল্টার ব্রাগা নেট্টোসহ ৩৫ জনকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়।
বারগা নেত্তো সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত জেনারেল। তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর প্রশাসনে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালের ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সময় বোলসোনারের রানিংমেট ছিলেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/পলি