জর্ডানে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ড, নিহত ৬
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানের রাজধানী আম্মানের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জন নিহত হয়েছেন ও আহত হয়েছে আরও ৬০ জন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।
দেশটির স্থানীয় সময় শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে ওই বৃদ্ধাশ্রমের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জর্ডানের সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রী ওয়াফা বানি মুস্তাফার বরাতে রয়টার্স বলছে, ওই বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জন বয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন পাঁচজন এবং আহত আরও ৫৫ জনের আঘাত তেমন গুরুতর নয়।
ওয়াফা বানি মুস্তাফা বলেন, হোয়াইট বেডস সোসাইটির (আল-আসিরা আল-বায়দা) কেন্দ্রের ৮০ বর্গমিটার (৮৬৯ বর্গফুট) এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে বলে জানানো হয়। সে সময় ওই বৃদ্ধাশ্রমে ১১১ জন বাসিন্দা ছিলেন।
সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রী আরও বলেন, যাদের সেখান থেকে উদ্ধার করা হয়েছে তারা সবাই নিরাপদ রয়েছেন। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি