News Bangladesh

নিউজ ডেস্ক  || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৫, ১২ ডিসেম্বর ২০২৪

আবারও রেকর্ড গড়লেন ইলন মাস্ক

আবারও রেকর্ড গড়লেন ইলন মাস্ক

৪০০ বিলিয়ন ছুঁয়ে রেকর্ড গড়লেন ইলন মাস্ক। ছবি: সংগৃহীত

আবারও রেকর্ড গড়েছেন বিশ্বের সর্বোচ্চ ধনী ইলন মাস্ক। বিশ্বের টেক বিলিওনিয়ারদের মধ্যে ৪০০ বিলিয়ন ডলার সমমূল্যের সম্পদের মালিক হয়ে ইতিহাস গড়লেন মাস্ক।

ব্লুমবার্গের তথ্যানুযায়ী, তার সম্পদের পরিমাণ আনুমানিক ৪২ হাজার কোটি ডলারেরও বেশি।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী সময় থেকেই বিশাল লাভের মুখ দেখেছে তার দুই প্রতিষ্ঠান– স্পেসএক্স ও টেসলা। বেড়েছে প্রতিষ্ঠান দুটির শেয়ারমূল্যও। যারমধ্যে, শুধুমাত্র টেসলার শেয়ারমূল্যই বেড়েছে প্রায় ৭০ শতাংশ।

সবশেষ হিসাব অনুযায়ী ইলন মাস্কের ৩৮৪ বিলিয়ন ডলারের সম্পদ ছিল। 

এদিকে, ২৪৪ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে বিশ্বে ধনী ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় অবস্থানে সর্বোচ্চ ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়