News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪২, ১০ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৪:৪৪, ১০ ডিসেম্বর ২০২৪

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে নিহত ১০

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে নিহত ১০

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় প্রবল বর্ষণ, ভূমিধস ও আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ১০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মরদেহের মধ্যে তিনটি শিশু রয়েছে। তাছাড়া আরও দুই জন নিখোঁজ রয়েছেন বলেও জানিয়েছে উদ্ধারকারীরা। 

সোমবার (৯ ডিসেম্বর) পশ্চিম জাভা এলাকার সুকাবুমির তেগালবুলেউদ, সিমপেনান ও সিয়েমাস গ্রামে উদ্ধারকারীরা মাটিচাপা পড়া বাড়ি থেকে মরদেহগুলো বের করা হয়। 

এর আগে সুকাবুমিতে গত সপ্তাহও প্রবল বর্ষণে নদীগুলো উপচে পড়ে এবং কাদা, পাথর ও গাছপালা গ্রামগুলোতে ধসে পড়ে। ১৭২টি গ্রামে ভূমিধস ও বন্যায় ৩ হাজারের বেশি মানুষকে সরকারি আশ্রয় কেন্দ্রে সরে যেতে বাধ্য করেছে।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় গাড়ি, মোটরসাইকেল, মহিষ ও গরুসহ সবকিছু ভেসে যাচ্ছে।

ইন্দোনেশিয়া এখন তীব্র আবহাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। দেশটির রাষ্ট্রীয় আবহাওয়াবিদরা ৩টি ক্রান্তীয় ঘূর্ণিঝড় শনাক্ত করেছেন। পশ্চিম ও পূর্ব ইন্দোনেশিয়ার বিভিন্ন এলাকায় আগামী কয়েক দিনে তীব্র বৃষ্টিপাত এবং সাগরে উচ্চ ঢেউয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।  

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়