News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৭, ৬ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১১:৪২, ৬ ডিসেম্বর ২০২৪

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ক্যালিফোর্নিয়া

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ক্যালিফোর্নিয়া

ছবি: ইন্টারনেট

৭ দশমিক ০ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার উপকূল। 

দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে এ ভূমিকম্প অনুভূত হয়।। এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের বরাতে বিবিসির প্রতিবেদেন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানার পর প্রাথমিকভাবে উত্তর ক্যালিফোর্নিয়া এবং দক্ষিণ ওরেগন উপকূলে সুনামি সতর্কতা জারি হয়। পরে তা প্রত্যাহার করা হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল সান ফ্রান্সিসকো থেকে প্রায় ২৬০ মাইল উত্তরে হামবোল্ট কাউন্টির একটি ছোট শহর ফার্ন্ডেলে।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, এই ভূমিকম্পের পর কোনো মৃত্যু বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

হামবোল্ট কাউন্টি শেরিফের অফিস জানায়, ভবন বা অবকাঠামোর কোনো মারাত্মক ক্ষতি হয়নি। কিছু বাড়িতে সামান্য ক্ষতি হয়েছে। এলাকার বেশ কয়েকটি দোকানে জিনিসপত্র তাক থেকে পড়ে গেছে এবং অনেক এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়