News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০০, ২৮ অক্টোবর ২০২৪

ইসরাইলি হামলায় গাজা ও লেবাননে একদিনে নিহত ৭৪

ইসরাইলি হামলায় গাজা ও লেবাননে একদিনে নিহত ৭৪

গাজায় ইসরাইলি হামলায় প্রায় ৪৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজা উপত্যকা ও লেবাননে ইসরাইলি বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৭৪ জন নিহত হবার খবর পাওয়া গেছে। এর মধ্যে গাজায় ৫৩ জন ও লেবাননে অন্তত ২১ জন নিহত হয়েছেন। 

সোমবার (২৮ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে উত্তর গাজায় অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। এলাকাটিতে ইসরাইলি সেনারা অভিযান জোরদার ও গণগ্রেফতার চালাচ্ছে।
 
কর্মকর্তারা জানিয়েছেন, ইসরাইলি হামলায় নিহতদের মধ্যে দুজন সংবাদিক রয়েছেন। এ নিয়ে গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ যুদ্ধে মোট ১৮২ জন সাংবাদিক নিহত হয়েছেন।
 
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ নিয়ে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪২ হাজার ৯২৪ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে প্রায় ১৬ হাজার ৭৬৫ জন শিশু রয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও প্রায় ১০ হাজারের বেশি মানুষ।
  
অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বাহিনীর বিমান হামলায় লেবাননের অন্তত ২১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
 
রোববার মন্ত্রণালয়ের তথ্যমতে, এ নিয়ে লেবাননে ইসরাইলি বাহিনীর হামলায় মোট ২ হাজার ৬৭২ জন নিহত হয়েছেন। এছাড়া এ সময়ে মোট আহত হয়েছেন অন্তত ১২ হাজার ৪৬৮ জন।
  
গাজায় যুদ্ধ থাকাতে কাতারে মধ্যস্থতাকারীদের সঙ্গে আবারও আলোচনায় বসছে ইসরাইল ও হামাস। এরই মধ্যে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বন্দি বিনিময়ের জন্য প্রাথমিকভাবে গাজায় দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব করেছেন।
 

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়