News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪২, ২৭ মে ২০২১

ভারতে একদিনে শনাক্ত ২ লাখ ১১ হাজার, মৃত্যু ৩৮৪৭

ভারতে একদিনে শনাক্ত ২ লাখ ১১ হাজার, মৃত্যু ৩৮৪৭

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও তিন হাজার ৮৪৭ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মারা গেছেন তিন লাখ ১৫ হাজার ২৩৫ জন।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই লাখ ১১ হাজার ২৯৮ জনকে শনাক্ত করা হয়েছে। দেশটিতে মোট শনাক্ত হয়েছেন দুই কোটি ৭৩ লাখ ৬৯ হাজার ৯৩ জন।

বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ২২ লাখ ১৭ হাজার ৩২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই লাখ ৮৩ হাজার ১৩৫ জন। মোট সুস্থ হয়েছেন দুই কোটি ৪৬ লাখ ৩৩ হাজার ৯৫১ জন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মোট সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় ও রাজস্থান।

মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৭৫২ জনকে শনাক্ত হয়েছে। কর্ণাটকে ২৬ হাজার ৮১১ জন, কেরালায় ২৮ হাজার ৭৯৮ জনকে শনাক্ত করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়