News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৭, ২৩ মে ২০২১
আপডেট: ০৮:৫০, ২৩ মে ২০২১

ফিলিস্তিনের প্রতি সমর্থন দেয়ায় এপির সাংবাদিক চাকরিচ্যুত

ফিলিস্তিনের প্রতি সমর্থন দেয়ায় এপির সাংবাদিক চাকরিচ্যুত

ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের নিন্দা এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানোর কারণে বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস বা এপির এক সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে।

মানবতাবাদী সাংবাদিক এমিলি উইল্ডারকে বহিষ্কারের পর সারা বিশ্বের সাংবাদিকদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। খবর দ্যা গার্ডিয়ানের।

চরমপন্থী ইহুদিবাদী কয়েকটি গণমাধ্যম উইল্ডারকে টার্গেট করার পর তাকে এপি কর্তৃপক্ষ বহিষ্কার করে। এর আগ পর্যন্ত এমিলি উইল্ডার নিউইয়র্ক শহরের প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন।

ইহুদিবাদী গণমাধ্যমগুলো অভিযোগ তুলেছে, কলেজজীবনে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে উইল্ডার নানামুখী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

ব্রিটিশ পত্রিকা দৈনিক গার্ডিয়ানকে উইল্ডার জানিয়েছেন, এপির সামাজিক যোগাযোগ মাধ্যমের নীতি লঙ্ঘন করার অভিযোগ তুলে তাকে বরখাস্ত করা হয়েছে, তবে কোন টুইটার পোস্টে এপির নীতি লঙ্ঘন করা হয়েছে সে বিষয়ে তাকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

চলতি সপ্তাহে ইহুদিবাদী গণমাধ্যমগুলো উইল্ডারের ইসরায়েল ও ইহুদিবাদবিরোধী তৎপরতার কথা প্রকাশ করা হয়েছে। এরপরই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল এপি কর্তৃপক্ষ।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়