করোনা: বিশ্বে মৃত্যু ৩৩ লাখ ৮৩ হাজার, আক্রান্ত ১৬ কোটি ৩১ লাখ
সারা বিশ্বে করোনায় এ পর্যন্ত ৩৩ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১৬ কোটির উপরে।
রোববার সকালে রেফারেন্স ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
এদিন সকাল ৮টায় ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৩১ লাখ ৬২ হাজার ৯৪ জন এবং মারা গেছেন ৩৩ লাখ ৮৩ হাজার ৫ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৪ কোটি ১৪ লাখ ৫৯ হাজার ৪৩৫ জন।
এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন কোটি ৩৬ লাখ ৯৫ হাজার ৮৮৩ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৯৯ হাজার ৮৬৩ জন। দেশটিতে সুস্থ হয়েছেন দুই কোটি ৭০ লাখ ৯৮ হাজার ৫৬০ জন।
আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন দুই কোটি ৪৬ লাখ ৮৩ হাজার ৬৫ জন। মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন দুই লাখ ৭০ হাজার ৩১৯ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৭ লাখ ৮৯ হাজার ৩৮ জন।
মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত হয়েছেন এক কোটি ৫৫ লাখ ৯০ হাজার ৬১৩ জন এবং মারা গেছেন চার লাখ ৩৪ হাজার ৮৫২ জন। দেশটিতে সুস্থ হয়েছেন এক কোটি ৪০ লাখ ৬২ হাজার ৩৯৬ জন।
নিউজবাংলাদেশ.কম/এফএ