News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:১২, ১৩ মে ২০২১
আপডেট: ২১:০০, ১৩ মে ২০২১

ইসরাঈল-ফিলিস্তিন যুদ্ধ বন্ধে শুক্রবার নিরাপত্তা পরিষদের বৈঠক

ইসরাঈল-ফিলিস্তিন যুদ্ধ বন্ধে শুক্রবার নিরাপত্তা পরিষদের বৈঠক

ইসরাঈল ও ফিলিস্তিনের সংঘাত বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভূমিকা রাখার ব্যাপারে যুক্তরাষ্ট্রের বাধা সত্ত্বেও তিউনিশিয়া, নরওয়ে এবং চীন ইসরাঈল ও ফিলিস্তিনের ক্রমাবণতিশীল পরিস্থিতিতে শুক্রবার নিরাপত্তা পরিষদের আরেক দফা জরুরি বৈঠকের আহবান জানিয়েছে।
এই বৈঠক হবে উন্মুক্ত এবং এতে ইসরাইল ও ফিলিস্তিনের প্রতিনিধি অন্তর্ভূক্ত থাকবে। বুধবার কূটনীতিকরা এএফপি’কে একথা জানায়।
পরিষদ সোমবার থেকে ইতোমধ্যেই দুইবার রুদ্ধদ্বার ভিডিও কনফারেন্স করেছে, এতে ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র বৈঠকে যৌথ ঘোষণার বিরোধীতা করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক বলেছেন, এই নতুন বৈঠকের লক্ষ্য হচ্ছে ‘শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখার চেষ্টা চালানো এবং নিরাপত্তা পরিষদ যুদ্ধ বিরতির আহবান জানাতে পারে।’
তিনি এএফপি’কে বলেন, সংঘাতের অবসানের ব্যাপারে ইসরাইল নিরাপত্তা পরিষদের যুক্ত হওয়ার বিরোধীতা করছে এবং ওয়াশিংটন এতে সমর্থন দিচ্ছে।
একাধিক সূত্র জানায়, যুদ্ধ বন্ধের লক্ষ্যে গত বুধবারের বৈঠকে যৌথ ঘোষণার ব্যাপারে পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৪ সদস্য এর পক্ষ্যে সমর্থন দিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়