জুলুদের নতুন রাজা মিসিজুলু
মৃত রানির ইচ্ছানুযায়ী তার ছেলে মিসিজুলুকেই দক্ষিণ আফ্রিকার জুলু জাতিগোষ্ঠীর পরবর্তী রাজা হিসেবে বেছে নেওয়া হয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সিংহাসনের উত্তরাধিকারী নিয়ে রাজপরিবারের ভেতর চলা দ্বন্দ্বের মধ্যে শুক্রবার জুলু জাতির পরবর্তী শাসক হিসেবে প্রয়াত রাজা গুডউইল জোয়েলিথিনির বড় ছেলে, ৪৬ বছর বয়সী মিসিজুলুর নাম ঘোষিত হয়।
গত সপ্তাহে অপ্রত্যাশিতভাবে মারা যাওয়া রানি মন্টফোমবি দামিনির উইলেও (ইচ্ছাপত্র) পরবর্তী শাসক হিসেবে ছেলের নামই ছিল।
শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় কোয়াখাঙ্গেলামানকেঙ্গানে প্রাসাদে উইলটি পড়ার সময় নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। রাজপরিবারের বেশ ক’জন সদস্য উইল নিয়ে তাদের আপত্তি জানান।
দক্ষিণ আফ্রিকার সানডে টাইমস জানিয়েছে, মৃত রানির উইল পড়ার পর মিসিজুলুর ভাই প্রিন্স থোকোজানি সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে মিসিজুলুর নাম ঘোষণার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। পরে অন্য আত্মীয়স্বজনরা তাকে ধমক দিয়ে থামিয়ে দেন।
এর আগে ছোটখাট এক অনুষ্ঠানের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাতাল প্রদেশে রানি মন্টফোমবিকে সমাহিত করা হয়।
চলতি বছরের মার্চে স্বামী জোয়েলিথিনির মৃত্যুর পর জুলুদের অন্তর্বর্তীকালীন শাসক মনোনীত হয়েছিলেন তিনি।
জুলু রাজা বা রানির আনুষ্ঠানিক রাজনৈতিক ক্ষমতা না থাকলেও তাদের সামাজিক প্রভাব কম নয়।
ডায়াবেটিস সংক্রান্ত জটিলতায় ৭২ বছর বয়সে মারা যাওয়া জোয়েলিথিনির ৬ স্ত্রী ও অন্তত ২৬টি সন্তান আছে।
মারা যাওয়ার আগে তিনি উত্তরাধিকারী হিসেবে রানি মন্টফোমবির নাম ঘোষণা করে গিয়েছিলেন। ইসওয়াতিনির রাজা তৃতীয় এমসোয়াতির বোন হওয়ায় মন্টফোমবি জুলু রাজার স্ত্রীদের মধ্যে আগে থেকেই বেশি মর্যাদা পেতেন।
গত সপ্তাহে ৬৫ বছর বয়সী রানির মৃত্যুর পর থেকে রাজপরিবারে ক্ষমতার দ্বন্দ্ব প্রকাশ্য হতে শুরু করে।
রানির মৃত্যুর কারণ এখনও ঘোষণা করা হয়নি।
নিউজবাংলাদেশ.কম/এনডি