অবশেষে করোনা টিকার মেধাস্বত্ত্ব ছাড় দিতে রাজি হল যুক্তরাষ্ট্র
বিপুল চাপের মুখে করোনাভাইরাসের টিকার মেধাস্বত্ত্ব ছাড়ে বিশ্ব বাণিজ্য সংস্থার উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র।
ড্রেমোক্র্যাট দলীয় সাংসদ ও শখানেকের বেশি দেশের লাগাতার চাপের কাছে নতি স্বীকার করে বুধবার প্রেসিডেন্ট জো বাইডেন যুগান্তকারী এ সিদ্ধান্ত নেন।
এতে যুক্তরাষ্ট্রের দীর্ঘ দিনের নীতি ছেড়ে তিনি উল্টোপথে মোড় নিয়ে ওষুধ কোম্পানিগুলোকে ক্ষুব্ধ করলেও নিজের নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করলেন।
‘বিশ্বজুড়ে টিকার উৎপাদন বাড়াতে’ ভারত ও সাউদ আফ্রিকা মেধাস্বত্ত্ব ছাড়ের এই উদ্যোগের প্রস্তাব করেছিল। এতে কাঙ্ক্ষিত ফল নাও মিলতে পারে বলে যুক্তি দেখিয়ে বিরোধিতা করে ওষুধ কোম্পানিগুলো।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ক্যাথরিন তাই বলেন, ‘বিশেষ সময়ে বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য ডাক আসে, তাতে সাড়া দিতে হয়।
তবে এই মুহূর্তে এই উদ্যোগ কার্যকর হচ্ছে না। এই বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে ডব্লিওটিও সদস্য দেশগুলোর সময়ের প্রয়োজন হবে বলে তিনি সতর্ক করেন।
নিউজবাংলাদেশ.কম/ডি