News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩১, ৫ মে ২০২১
আপডেট: ১০:৩৪, ৫ মে ২০২১

স্যাটেলাইট টিভি নিষিদ্ধ করলো মিয়ানমার

স্যাটেলাইট টিভি নিষিদ্ধ করলো মিয়ানমার

মিয়ামনমারের সেনাবাহিনী রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পর সাধারণ মানুষ বিক্ষোভ শুরু করে (ফাইল ফটো)

স্যাটেলাইট টেলিভিশন চ্যালেন নিষিদ্ধ ঘোষণা করেছে মিয়ানমারের সামরিক সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়, দেশের বাইরে থেকে সম্প্রচারিত এসব চ্যানেল ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করায়’ এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

মঙ্গলবার এ তথ্য জানায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এমআইটিভি। খবর আলজাজিরার।

রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, দেশে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আর বৈধ নয়। যেসব ব্যক্তি টেলিভিশন ও ভিডিও আইন ভঙ্গ করবেন তাদের অন্তত এক বছরের জেল এবং মিয়ারমারের মুদ্রায় পাঁচ লাখ কিয়েত (৩২০ ডলার) অর্থদণ্ড দেয়া হবে। বিশেষ করে যাদের বাড়িতে স্যাটেলাইট ডিস রয়েছে।

“অবৈধ সংবাদমাধ্যমগুলোর প্রচারিত প্রতিবেদনে মিয়ানমারের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা ধ্বংস করছে। একই সঙ্গে বিদ্রোহীদের তা উৎসাহিত করছে।” বলছে রাষ্ট্রীয় টেলিভিশনটি।

এর আগে ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সেনাবাহিনী প্রধান মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে দেশটির রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে জেনারেলরা। গ্রেফতার করা হয় দেশটির নির্বাচিত নেতা অং সান সু চি এবং তার সরকারের সদস্যদের। 

পরে দেশটির সাধারণ মানুষ অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। বর্তমানে তা রক্তাক্ত আন্দোলনে রূপ নিয়েছে। এ আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে এখন পর্যন্ত শিশুসহ ৭৬০ জন নিহত হয়েছেন। আর হাজার হাজার নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়