News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৩, ২৯ এপ্রিল ২০২১

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়াল ১৫ কোটি

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়াল ১৫ কোটি

করোনা মহামারির থাবায় বিশ্বজুড়ে সংক্রমণ ও প্রাণহানি অব্যাহত রয়েছে। ভয়াবহভাবে বেড়েই চলেছে ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে ৮ লাখ ৮৫ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে বিশ্বে ভাইরাসটিতে সংক্রমিত মোট মানুষের সংখ্যা ছাড়িয়েছে ১৫ কোটির ঘর।

এদিকে একই সময়ের মধ্যে সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ হাজারের বেশি মানুষ। ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেড়েছে সংক্রমণ ও প্রাণহানির সংখ্যা।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ হাজার ২৮৪ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩১ লাখ ৬৩ হাজার ৮৭৩ জনে।

এছাড়া, একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৮৫ হাজার ৬০৪ জন। এতে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ কোটি ২ লাখ ১৬ হাজার ৫৯০ জনে।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ২৯ লাখ ৮৩ হাজার ৬৯৫ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ৮৮ হাজার ৩৩৭ জন মারা গেছেন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৪৫ লাখ ২৩ হাজার ৮০৭ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৮ হাজার ৩৪৩ জনের।

অন্যদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। দেশটিতে মোট আক্রান্ত এক কোটি ৮৩ লাখ ৬৮ হাজার ৯৬ জন এবং মারা গেছেন ২ লাখ ৪ হাজার ৮১২ জন।

এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৫৫ লাখ ৬৫ হাজার ৮৫২ জন, রাশিয়ায় ৪৭ লাখ ৮৭ হাজার ২৭৩ জন, যুক্তরাজ্যে ৪৪ লাখ ১১ হাজার ৭৯৭ জন, ইতালি ৩৯ লাখ ৯৪ হাজার ৮৯৪ জন, তুরস্কে ৪৭ লাখ ৫১ হাজার ২৬ জন, স্পেনে ৩৫ লাখ ৪ হাজার ৭৯৯ জন, জার্মানি ৩৩ লাখ ৫১ হাজার ৪৭৪ জন এবং মেক্সিকোতে ২৩ লাখ ৩৬ হাজার ৯৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ৩ হাজার ৯১৮ জন, রাশিয়ায় এক লাখ ৯ হাজার ৩৬৭ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৭ হাজার ৪৮০ জন, ইতালিতে এক লাখ ২০ হাজার ২৫৬ জন, তুরস্কে ৩৯ হাজার ৩৯৮ জন, স্পেনে ৭৭ হাজার ৯৪৩ জন, জার্মানিতে ৮৩ হাজার ১৮ জন এবং মেক্সিকোতে ২ লাখ ১৫ হাজার ৯১৮ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। বিশ্ব এখন করোনা মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবিলা করছে।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়