ভারতে একদিনে সাড়ে ৩ লাখ আক্রান্তের রেকর্ড
কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউয়ে ভেঙে পড়েছে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা। কিছুতেই পরিস্থিতি সামাল দিতে পারছে না। রোজ সংক্রমণ ও মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় দক্ষিণ এশিয়ার দেশটিতে তিন লাখ ৪৯ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এই তথ্য ওয়ার্ল্ডওমিটারসের।
করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক এই ওয়েবসাইটের রোববার সকালের তথ্যমতে, ভারতে গত ২৪ ঘণ্টায় তিন লাখ ৪৯ হাজার ৩১৩ জনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়েছে। মারা গেছেন আরও ২ হাজার ৭৬১ জন।
এ নিয়ে ভারতে করোনার মোট সংক্রমণ এক কোটি ৬৯ লাখ সাড়ে ৫১ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন এক লাখ ৯২ হাজার ৩১০ জন।
করোনার বৈশ্বিক সংক্রমণে ভারতের অবস্থান দ্বিতীয় আর মৃত্যুতে চতুর্থ। মৃত্যু ও আক্রান্তে সবার শীর্ষে যুক্তরাষ্ট্র।
আনন্দবাজার জানায়, ব্রিটেনের অভিজ্ঞতা দেখে গত নভেম্বরেই বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছিলেন যে, ভারতে কোভিড সংক্রমণের আরও মারাত্মক দ্বিতীয় ঢেউ আসতে চলেছে।
বিশেষজ্ঞদের অভিযোগ, ওই সতর্কবার্তা সত্ত্বেও পরিকাঠামোগত উন্নতির দিকে কেন্দ্রীয় সরকার মনোযোগ না-দেয়ার খেসারত এখন দিতে হচ্ছে ভারতকে।
সংক্রমণ বাড়ায় বেশ কয়েকটি রাজ্যে লকডাউন ও কারফিউ জারি করা হয়েছে। দিল্লির কারফিউ আরও এক সপ্তাহ বাড়ানোর চিন্তা চলছে বলে এনডিটিভির খবরে বলা হয়েছে।